৩৬৮ দিন পর খুলে দেওয়া হচ্ছে শাহীন...।চরম উচ্ছাসে শিক্ষার্থীরা কিন্তু মতলব কী...?
- জার্নালিস্ট রতন

- Mar 2, 2021
- 1 min read
বাংলাদেশের অন্যতম এক শিক্ষালয়ের নাম শাহীন। করোনার কারণে 368 দিন পর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নয় বি এ এফ শাহীন কলেজ খুলে দেওয়া হচ্ছে । এই সম্পর্কে শাহীনে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রদের থেকে জিজ্ঞেস করা হলো তাদের অনুভূতি সম্পর্কে। তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন ,এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে পড়ালেখার ক্ষতি হয়েছে এখন খুলে দেওয়া হচ্ছে তাই তারা অনেক খুশি কিন্তু আমরা তো জানি তাদের মতলব ভিন্ন...।



awesome