শাহীনের প্রতি ক্ষোভ দেখিয়েছে শাহীনের বেশ কিছু ফ্রেশার.কিন্তু কেনো।।?
- জার্নালিস্ট রতন

- Mar 31, 2021
- 1 min read
.২৯ তারিখ ড্রেস দেওয়ার কথা বলে সবাইকে উত্তেজিত করে কলেজে নিয়ে ছ্যাকা দিলো শাহীনের চালাক কর্মকর্তারা ।।তাদের প্রতি বিশেষ ভাবে ক্ষোভ জানিয়েছে শাহীনের ফ্রেশার রা...।আমাদের নিউজ চ্যানেলের সাংবাদিক রতন ভাই তাদের কাছ থেকে তাদের মনোভাব জিজ্ঞেস করেছে ।।এই ব্যাপারে মেয়েরা বলেছে তাদের কোটি টাকার লস হয়েছে ,রতন হতবাক হয়ে জিজ্ঞেস করলো কেনো ।।?তারা জবাবে বললো মেকাপের আমদানি কম হওয়ায় বিক্রেতারা দাম বাড়িয়ে ফেলেছে,এজন্য তারা ক্ষুদ্ধ...একি প্রশ্ন ছেলেদের কাছ থেকে জিজ্ঞেস করলে আল কাফিদ নামের একজন ড্যান্স বিভাগের ছাত্র বললেন তাদের কাছ থেকে একজন লুইচ্চা ড্রাইভার ৫ টাকা বেশি ভাড়া নিয়ে ফেলছে এবং তাকে ইভটিজিং ও করেছে...।বিদ্রোহীরা ক্ষেপে আছে শাহীনের উপর ।।তারা বলছে,"আমরা অনেক দূর থেকে আসছি "[তাদের ভাষ্যমতে] কেউ পঞ্চগড় থেকে কেউবা ময়মংসিংহ,সন্দীপ,নোয়াখালী থেকে আসছে...।আমাদের বি এ এফ এস সি নিউজ এর তীব্র নিন্দা জানাচ্ছি//...
আন্দোলনকারীদের নাম এক নজরে, ১।সাবিহা শারমিন ফ্রমা
২।আল কাফিদ ইবনে শহীদ {ইভটিজিং এর স্বীকার]
৩।কামরুল ইসলাম তামিম
৪।জিহাদ
৫। মাহি বিন তাসলিম
৬।মানসুরা আক্তার
৭।সাবরিনা আক্তার মিম
৮।আব্দুল্লাহ আল মহসিন সহ আরো অনেকে।।
তবে আমাদের গোয়েন্দা বিভাগ জেনেছে যে এখানে সাইদুল হাসান সাকিব নামে কোন ছেলের হাত নেই এবং এটাও জানছে যে সে অনেক ভালো ছেলে।।



Comments