ছাত্র থেকে তান্ত্রিক হয়ে সাফল্য শাহীনের এক যুবকের
- জার্নালিস্ট রতন

- Sep 1, 2021
- 1 min read
নাম আল কাফিদ ইবনে শহীদ ।প্রথমে শুনে হোটেলের নাম মনে হলেও এটা এক যুবকের নাম ।নোয়াখালী থেকে শাহীনে এসেছিলো বড় আশা নিয়ে কিন্তু চাইলেই তো আর সব পারা যায় না করোনা নামক এক অদৃশ্য শ্ত্রুর হাতে নিজের ইচ্ছা বিসর্জন দিতে হলো কাফিদের।কিন্তু এরপরও দ মে যায় নি কাফিদ চট্টগ্রামের এক নামকরা তান্ত্রিকের হাত ধরেই জাদুগিরির হাতেখড়ি হয় কাফিদের ,এরপর থেকেই শুরু করে উদাম তান্ত্রিকগিরি ,কখনো পাহাড়ে ,কখনোবা বন জঙ্গলে হেটে হেটে অনেক কষ্টে কোর্স শেষ করলো কাফিদ।।এখন কাফিদ সেই আগের কাফিদ নেই নাম হয়েছে তান্ত্রিক কাফিদ চট্টগ্রামের চকবাজারে রয়েছে নিজস্ব চেম্বার।(পুরো ঠিকানা বল্বো না কারণ আমাদের স্পন্সর করে নাই হালায়) উল্লেখ্য কাফিদ ফেসবুকে নিজের উদ্ভট কিছু ছবি দিয়েও ভাইরাল হতে ছেয়েছিলো্,।।কিন্তু তাও বৃথা গেলো বেচারার ,।।তারপরেও সাফল্য আসল কাফিদের ।অনেক কেদেছিলো হয় মাজারে নয় বাজারে গিয়ে ...আজ সে সফল হ্যা কাফিদ আজ একজন সফল তান্ত্রিক...আপনারা চাইলে যেতে পারেন
*প্রেমে ব্যার্থতা
*পড়ালেখায় দুর্বল
*ক্রাশের পাত্তা পাচ্ছেন না
*শরীর দূর্বল *১ম গফকে মানাতে গিয়ে ২য় গফের সাথে ব্রেক আপ
আরো হাজারো সমস্যা নিয়ে আসতে পারেন বাবার কাছে...
মেয়েদের জন্য স্পেশাল ছাড়।।
তার এসব তথ্য সংগ্রহ করেছে জার্নালিস্ট অব বি এ এফ এস সি নিউজ রতন ভাই ,ছবি তুলেছেন আক্কাস আলী ।।



Comments