পড়ালেখার পাশাপাশি বিশ্বস্ত উদ্যোক্তা সাকিব
- জার্নালিস্ট রতন

- Jan 5, 2022
- 1 min read
পড়ালেখার পাশাপাশাপাশি নিজের একটা ছোট বিজনেস প্রতিষ্টান গড়ে তুলেছে শাহীনেরই দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান ভিবাগের ছাত্র সাকিব।।নিজের বিশ্বস্ততার প্রমাণ দিয়ে মানুষের ভালোবাসা কুড়িয়েএখন তার ব্যাবসা অনেক এগিয়ে গেছে।।তার কোম্পানির নাম The fly..বিশ্বস্ততা থাকলেই কিন্তু এতো তাড়াতাড়ি এরকম একটা ব্যাবসা প্রতিষ্টান গড়া সম্ভব।।সবার ভালোবাসা আর দোয়া আছে বলেই সাকিব এতদূর।।চলুন তারই মুখে শুনে আসি তার এই ছোট সফলতার গল্পটা,,
আসসালামু আলাইকুম
আমার কাছে কিছু জমানো টাকা ছিল তো আমি মাকে বলি যে মা একটা ফোন কিনব ওই অবস্থায় এতোটাকা দিয়ে মা ফোন কিনতে পারমিশন দেয় না। তখন নিজের প্রতি একটা রাগ চলে আসে। তখন চিন্তা করলাম যে এই টাকা দিয়ে ফোন নাহ কিনে ফোনের বিজনেস শুরু করি। প্রথমে আমার আশে পাশের অনেক জন থেকে ফোন কিনে আমি অন্যজনের কাছে সেটা বিক্রি করি। এভাবে কিছু মাস তা থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোফিট আসে। তারপর দেখলাম অনেক ফোন যেগুলোর নতুন বাজার মূল অনেক বেশি যা আমাদের অনেকেরই সাধ্যের বাহিরে এই জন্য অনেকের কাছে ইউজড ফোনের একটা চাহিদা বেড়ে যায়।তখন আমি সিদ্ধান্ত নিলাম ইউজড ফোন স্বল্প মূল্যে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন। এরই ধারাবাহিকতায় আমরা দেশের বাহির থেকে ফোন আনার একটা পরিকল্পনা করলাম। পরিকল্পনা অনুযায়ী ফোন আনা শুরু করি এবং আলহামদুলিল্লাহ কাস্টমার থেকে ভালো একটা সাড়া পেতে শুরু করি। এভাবেই আমাদের ফ্লাই এর পথ চলা শুরু। আগে ফ্লাই প্রতি মাসে ৫-৭ টা ফোন সেল করতো এখন প্রতি মাসে ফ্লাই ৩০-৩৫ টা করে ফোন সেল করে। এবং আমরা আশা করি আমাদের বিক্রি সামনে আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ফ্লাই সবসময়ই চেষ্টা করে যাতে স্বল্প মূল্য বেস্ট পোডাক্ট টা মানুষের হাতে পোঁছে দেওয়ার জন্য।
Founder & CEO of "
"
Mohammad sakib Hossen
যেকোন মোবাইল ফোন অর্ডার এর জন্য যোগাযোগ করুন
Mobail:-01993629761
সবাই সবসময় পাশে থাকবেন, বি এ এফ এস সি নিউজপেপার, চট্টগ্রাম



Comments