নবীন বরণ অনুষ্টানের আন্দোলনে মেতেছে শাহীনের নতুন একাদশ...
- জার্নালিস্ট রতন

- Mar 4, 2021
- 1 min read
নবীন বরণ নবীনের অধিকার...।নবীন বরণ মানে নতুনকে বরণ করে নেওয়া।এই রীতি বি এ এফ শাহীনে দীর্ঘদিন যাবৎ চলে আসছে ,কিন্তু এবার করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো ।যার ফলে নবীন বরণ অনুষ্ঠানের স্বাদ পায়নি শাহীনের নতুন একাদশ এবং এর ফলশ্রুতিতে তারা আন্দোলন শুরু করে একত্রিশে মার্চ স্কুল কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে ।এ বিষয়ে বিএ এফ এস সি নিউজ তাদের কাছে জানতে চাইলে তারা বলে "তাদের জানানোর কিছু নাই যা জানানোর তা তারা তাদের ফেসবুক স্টোরিতে দিয়ে দিয়েছে "।এর সূত্র ধরে আমাদের বি এ এফ এস সি নিউজের অনুসন্ধান টিম তাদের ফেসবুক চেক করলে নিচের স্ক্রিনশটগুলো দেখতে পায়/...এই স্ক্রিনশট এবং আন্দোলনের মূল হোতা হিসেবে যাদের পরিচয় পেয়েছি- ১-সাইদুল হাসান সাকিব ২-তাসফিক সিকদার কৌশিক
৩-আকাশ বড়ুয়া
৪-সিফাত
৫-ফারিয়া ফারহা(নারী নেত্রী)
৬-ইসমাইল হোসাইন সিরাত
৭-নাজমুল হাসান ফাহিম
তাদের পূর্ণ সমর্থন জানিয়ে তাদের হয়ে দালালী করার জন্য হাত মিলিয়েছে বি এ এফ এস সি নিউজ।।
সূত্রঃ--------আল জাজিরা
ধন্যবাদ ।।



















Comments